অনিয়ন্ত্রিত গাড়ী পার্কিংয়ে সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার
প্রকাশিত : ১৪:২৭, ১২ জানুয়ারি ২০২৩
পর্যটন নগরী কক্সবাজারে অনিয়ন্ত্রিত গাড়ী পার্কিংয়ের সুব্যবস্থাপনায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার দুপুরে যানজটমুক্ত পরিচ্ছন্ন কক্সবাজার দাবিতে প্রেসক্লাব এক সংবাদ সম্মেলন করা হয়।
এতে বক্তব্য রাখেন সিনিয়র রাজনীতি ফেলো ও মাস্টার ট্রেইনার ইউসুফ বদরী, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা সাংগঠনিক সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো গাজী নাজমুল হক, জাতীয়তাবাদী ছাত্রদল চকরিয়া পৌরসভা শাখার শিক্ষার্থী বিষয়ক সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো সোহায়লা আন্নাত বিসতা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো: সদরুল আমিন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো জাহেদ নুর ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো সাঈদ আনোয়ারসহ অনেকে।
সংবাদ সম্মেলনে বলা হয়, কক্সবাজার শহরের কলাতলী মোড়, সুগন্ধা, লাবনী পয়েন্ট, হলিডে মোড়, ঝাউতলা, পানবাজার, বাটা, বার্মিজ মার্কেট এলাকায় প্রায়ই যানজট নিত্যদিনের। এটি কক্সবাজার শহরের একটি দীর্ঘস্থায়ী সমস্যা। আমাদের প্রত্যাশা, একটি সুন্দর যানজটমুক্ত পরিচ্ছন্ন কক্সবাজার।
অপরিকল্পিতভাবে যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ব্যাটারি ও সিএনজি অটোরিক্সা, শহরের মধ্যস্থলে রাত ১০টার আগে বাস ও ট্রাক প্রবেশ এবং যত্রতত্র যাত্রী উঠানামা যানজটের প্রধান কারণ বলে উল্লেখ করেন তারা।
সেই সঙ্গে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব, অদক্ষ ড্রাইভার, ট্রাফিক মানা ও হকারদের ফুটপাত দখলসহ নানান দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেও যানজটের সৃষ্টি হয়।
তারা বলেন, ১২০ কিলোমিটার দীর্ঘ, বিশ্বের অন্যতম দর্শনীয় সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলোতে প্রতি বছর পর্যটকরা ভ্রমণে আসেন। কিন্তু পর্যটন নগরী কক্সবাজারে গাড়ী পার্কিং ও স্টেশন না থাকার কারণে এই সুন্দর শহর জনদুর্ভোগের শহরে পরিণত হচ্ছে। পাশাপাশি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।
যানজটের কারণে প্রতিনিয়ত স্থানীয় শিক্ষার্থী, পেশাজীবী ও রোগীবাহী অ্যাম্বুলেস, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা ভোগান্তিতে পড়ছে। এই ভোগান্তি নিরসনের লক্ষ্যে ও সমস্যা সমাধানে সকলের সহযোগীতা কামনা করা হয়।
সমস্যা সমাধানে কিছু সুপারিশ তৈরি করেছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। সেগুলো হলো: নগরীর যানবাহন ব্যবস্থাপনায় মাস্টারপ্ল্যান তৈরি ও নগরীর বিভিন্ন প্রান্তে পরিকল্পিত পার্কিং জোন তৈরি করা, পার্কিং ব্যবস্থাপনায় সয়ংক্রিয় কার, বহুতল কারপার্কিং তৈরি, যত্রতত্র গাড়ী পার্কিং ও অবৈধ স্টেশন বন্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ, যথাযথ ট্রাফিক আইন মেনে চলা ও শহরের মধ্যস্থলে রাত ১০টার আগে বাস-ট্রাক প্রবেশ এবং যাত্রী উঠানামা বন্ধ করা।
এএইচ
আরও পড়ুন