ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ইজতেমা মাঠে হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১২ জানুয়ারি ২০২৩

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে হামদর্দ  ল্যাবরেটরীজ (ওয়াকৃফ) বাংলাদেশের উদ্যোগেফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ ক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় আগত মুসল্লিদের মধ্যে ওষুধপত্র বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে হামদর্দের উপব্যবস্থাপনা পরিচালক হাকিম মোহাম্মদ জালাল উদ্দিন রাসেলের সভাপতিত্বে  বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, হামদর্দ বাংলাদেশের পরিচালক লে. কর্নেল (অব:) মাহবুবুল আলম চৌধুরী।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি