ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন, একই পরিবারের পাঁচজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ১৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:২৮, ১৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে আগুন লেগে একই পরিবারের পাঁচজন পুড়ে নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজন পাড়ায় জনৈক খোকন বসাকের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী রাখি দে (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)।

রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন লাগার পর খোকন বসাক বের হতে পারলেও পরিবারের অন্য সদস্যরা বের হতে পারেননি। তারা ভেতরেই পুড়ে মারা যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর বাড়ির জানালার গ্রিল কেটে তাদের বের করা হয়।

তিনি বলেন, “রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি