ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শীতে কাঁপছে দেশের ২৬ জেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ১৩ জানুয়ারি ২০২৩

শীতে কাঁপছে দেশের ২৬ জেলা। সেইসাথে আছে কুয়াশা। শীতের কষ্টে ছিন্নমূল মানুষেরা। এই পরিস্থিতিতে কাজ না পেয়ে বিপাকে আছেন শ্রমজীবীরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সপ্তাহে সারাদেশে আবারও জেকে বসতে পারে শীত। 

মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ বইছে দেশের ২৬ জেলার ওপর দিয়ে। পৌষের শেষে হাড়কাঁপানো শীতের সাথে ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা না মেলায় দিনেও শীত অনুভূত হচ্ছে।

ফরিদপুর, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা ছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার উপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। 

কনকনে শীতের কষ্টে এসব অঞ্চলের ছিন্নমূল মানুষ। বোরো মৌসুমে কৃষিজীবীরাও পড়েছেন বিপাকে। নষ্ট হচ্ছে বোরোর বিজতলাসহ অন্য ফসল।  

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে আগামী ৭২ ঘন্টায় কুয়াশা বাড়ার সাথে দেশের কোথাও কোথাও হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি