ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
প্রকাশিত : ০৮:২৮, ১৪ জানুয়ারি ২০২৩
শেরপুরে ট্রাক-সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শেরপুর-বনগা সড়কের সদর উপজেলার তাতালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন-নালিতাবাড়ি উপজেলার দোহালিয়া গ্রামের রফিক মিয়া (৪৮) ও তার ছেলে রাব্বি মিয়া (১২)। অপরজনের পরিচয় জানা যায়নি।
আহতদের শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হতাহতরা সবাই সিএনজি অটোরিক্সার যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ছেলে রাব্বিকে ডাক্তার দেখিয়ে শেরপুর থেকে সিএনজি অটোরিক্সায় করে নালিতাবাড়ির দোহালিয়া এলাকার বাড়ি যাচ্ছিলেন দোকান কর্মচারি রফিক মিয়া। সেই সিএনজিতে চালকসহ ৬ জন ছিলেন। সদর উপজেলার তাতালপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে সিএনজির ৩ জন ঘটনাস্থলেই মারা যান এবং অপর ৩ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খাইরুল কবির সুমন জানান, হাসপাতালে আনার আগেই ৩ জনের মৃত্যু ঘটেছে। গুরুতর অবস্থায় আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি বছির আহমেদ বাদল সড়ক দুর্ঘটনায় ৩ সিএনজি যাত্রী নিহত ও অপর ৩ জনের আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এএইচ
আরও পড়ুন