চলন্ত ট্রেনের ছাদে সেলফি তুলতে গিয়ে তরুণের মৃত্যু
প্রকাশিত : ০৯:০০, ১৪ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি
চলন্ত ট্রেনের ছাদে উঠে সেলফি তুলতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক তরুণ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুরের বদরগঞ্জ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বদরগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী লোকাল ট্রেনটি বদরগঞ্জ স্টেশনে পৌঁছালে ওই দুই তরুণ ছাদে উঠে সেলফি ও লাফালাফি করতে শুরু করেন। ট্রেনটি ঘুনটি ঘর অতিক্রমের সময় ডিস লাইনের তারে লেগে তারা ছিটকে পড়ে যান।
এসময় একজন ট্রেনের নিচে পড়ে গেলে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
অপর তরুণের মরদেহ এখন পাওয়া যায়নি।
রংপুর রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। অন্য তরুণের নিখোঁজের বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এএইচ
আরও পড়ুন