ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

দোহারে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৪৪, ১৪ জানুয়ারি ২০২৩

ঢাকার দোহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ইমরান (১৪) নামক এক কিশোর নিহত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কার্তিকপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে ইমরান তার মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হয়ে জয়পাড়া যাওয়ার সময় কার্তিকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ধাক্কায় ছিটকে পরে গুরুত্বর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ স্বজনরা হাসপাতাল থেকে তার নিজ বাড়ি সুন্দরীপাড়া নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের পরিবার দোহার থানায় কোন অভিযোগ করেনি বলে জানান দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি