ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী জেলা আদালতের ৩২ মণ নথি বাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫৩, ১৫ জানুয়ারি ২০২৩

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের ৩২ মণ ১০ কেজি ওজনের পুরনো নথি বাজারে বিক্রি করা হয়েছে। তবে পিপি বলেছেন, ওই সব নথি ধ্বংস করার আইন রয়েছে।

জানা গেছে, শনিবার (১৪ জানুয়ারি) রাজবাড়ী বাজারের মেসার্স নাহিয়ান আয়রন স্টোরের মালিক উজ্জল খানের কাছে এসব নথি বিক্রি করা হয়। 

পুরনো নথির প্রতিমণ কাগজের মূল্য ৭৫০ (সাতশ’ পঞ্চাশ) টাকা হিসেবে ৩২ মণ ১০ কেজির বিক্রয় মূল্য ধরা হয়েছে ২৪ হাজার ২শ’ টাকা।

এ বিষয়ে রাজবাড়ী জেলা জজ শীপের ফরমস এন্ড স্টেশনারী বিভাগের জাজ ইন-চার্জ ও সহকারী জজ মোঃ মিলন আলী স্বাক্ষরিত বিক্রয় প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, বিনষ্টযোগ্য নথি ৭৫০ টাকা মণ ধরে মেসার্স নাহিয়ান আয়রন স্টোরের মালিক উজ্জল খানের কাছে বিক্রয় করা হয়। মূল্যপ্রাপ্তি সাপেক্ষে শনিবার দুপুর ১টায় এসব নথি জনৈক ডাব্লু শেখকে বুঝিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিধি মোতাবেক নথি বিক্রয় করা হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী আব্দুল মতিন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজীর আলী শেখ জানান, “জানা মতে, ওই সব নথি ধ্বংস করার আইন রয়েছে। বিক্রির বিষয়টির বিধান জানা নেই।”

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি