ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় প্রথমবার একসঙ্গে ভিড়লো দুটি বড় কন্টেইনার জাহাজ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৭, ১৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মোংলা বন্দরের জেটিতে প্রথমবারের মত নোঙ্গর করেছে বড় আকারের দুটি কন্টেইনার জাহাজ। 

রোববার (১৫ জানুয়ারি) বিকেলে বন্দরের ৮ ও ৯ নম্বর জেটিতে ১৮৬ মিটার দৈর্ঘে্যর পানামা পতাকাবাহী ‘এম ভি মার্কস জার্কাতা’ ও ১৮৫ মিটার দৈর্ঘ্যের পর্তুগাল পতাকাবাহী ‘এম ভি ইউভেনা জাহাজ’ নোঙ্গর করে। 

জাহাজ দুটি হিমায়িত মাছ, পাটজাত দ্রব্য ও গার্মেন্টস পণ্য নিতে মোংলা বন্দরে এসেছে। এই তথ্য জানায় বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ।

বিদেশি জাহাজ দুটির শিপিং এজেন্ট ওশান ট্রেড লিমিটেড শিপিংয়ের ম্যানেজার এম এন আলম বলেন, এই প্রথম একই দৈর্ঘ্যের দুটি কন্টেইনার জাহাজ মোংলা বন্দরে এসেছে। জেটিতে নাব্য সংকট দূর হওয়ায় এটি সম্ভব হয়েছে। 

তিনি বলেন, দুটি জাহাজে ২৪৭টি কন্টেইনার এসেছে। এগুলো পণ্য বোঝাই করে কাল ও পরশু মোংলা বন্দর ত্যাগ করবে। আগামীকাল একই দৈর্ঘে্যর ‘কোটা রোকন’ নামে আরও একটি কন্টেইনার জাহাজ জেটিতে ভিড়বে বলেও জানান তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মূসা বলেন, ‘বন্দর জেটিতে বড় বাজেটে নিয়মিত ড্রেজিং করা হচ্ছে। ফলে যেকোন বিদেশি জাহাজ অনায়াসেই এই জেটিতে নোঙ্গর করছে। এর আগে জেটিতে নাব্য সংকট থাকায় গভীরতা এবং বড় দৈর্ঘে্যর জাহাজ ভিড়তে সমস্যা হত। এখন সেই সংকট নেই।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি