ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরীর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২, ১৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

পটুয়াখালীর গলাচিপার চরকাজলের ছোট শিবা এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর ১৩ বছরের স্বপ্না নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে নিয়ে নিশ্চিত করে পুলিশ। 

এ ঘটনায় রেজাউল (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে কিশোরী স্বপ্না কলই শাক তুলতে এলাকার সোবহান সর্দারের ছেলে রেজাউল সর্দার (৪0) এর ক্ষেতে যায়। সে সময় সঙ্গে তার দাদী ছিল। শাক তোলা শেষ করে দাদী বাড়ি ফিরলেও সে তখনও ক্ষেতে শাক তুলছিল। 

পরে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পাওয়ায় পুলিশকে বিষয়টি জানানো হয়। 

পুলিশ রেজাউলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ধর্ষণ শেষে হত্যা করে লাশ গুমের কথা স্বীকার করে। তার দেখানো স্থান থেকে রোববার রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোনিত কুমার জানান, কলই খেতে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা 
 পরে লাশ গুমের অভিযোগে পুলিশ অভিযুক্ত রেজাউলকে আটক করেছে। সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছ। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি