ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আশুগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ১৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ৪০ কেজি গাঁজাসহ আরাফাত (২০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্প।

আজ সোমবার সকালে র‌্যাব ১৪’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার গভীর রাতে জেলার আশুগঞ্জ উপজেলার খোলাপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। 

এতে উল্লেখ করা হয়, আরাফাত দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল খোলাপাড়া এলাকায় তল্লাশী চৌকী স্থাপন করে ব্যাপক তল্লাশী চালায়। 

এ সময় একটি ইজিবাইকে তল্লাশী চালিয়ে হুটের উপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। 

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি