ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জুতার ভেতর মিললো সোয়া কেজি স্বর্ণ, যুবক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৪, ১৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রাম থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ যুবক ইমন আলীকে (২৭) আটক করেছে বিজিবি। 

সোমবার উপজেলার বারাদী সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ইমন আলী ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের চালান পাচার হবে এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অবস্থান নেয় বিজিবির বারাদী বিওপির টহল দল।

এ সময় সন্দেহভাজন ইমন আলীকে দাঁড়াতে বললে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে ধাওয়া করে আটকের পর তার দেহ তল্লাশী করে জুতার ভেতর থেকে টেপ মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে ইমন আলী স্বর্ণের ব্যাপারে সদুত্তোর দিতে না পারায় সেগুলো জব্দ করা হয়েছে। উদ্ধার ১০টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা বলে জানান বিজিপি কর্মকর্তা।

এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করা হবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি