ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ব্যাটমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ১৭ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১০:৪৩, ১৭ জানুয়ারি ২০২৩

কক্সবাজারের ব্যাটমিন্টন খেলা নিয়ে দুই পক্ষের তর্কাতর্কি রূপ নেয় সংঘর্ষে। এক পর্যায়ে উপর্যুপরি ছুরিকাঘাতে দু’জন নিহত এবং আহত হয়েছেন আরও দু’জন।

সোমবার রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার লারপাড়া বাস টার্মিনাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

কক্সবাজার সদর থানার ওসি তদন্ত নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মতো ব্যাটমিন্টন খেলা চলছিল। রাত সাড়ে এগারোটার দিকে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উপর্যুপরি ছুরিকাঘাতে দুই জন গুরুতর আহত হন। 

গুরুতর আহত দু’জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লারপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩২) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশংকাজনক। 

ওসি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিক আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি