যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডের আসামি নাজমুল বগুড়ায় গ্রেপ্তার
প্রকাশিত : ১২:২০, ১৭ জানুয়ারি ২০২৩
বগুড়ার সদর থেকে যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হুদা নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাত ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব-১২ স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম এসব জানান।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে শহরের মালগ্রাম এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
৭২ বছরের নাজমুল হুদা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা। তবে তিনি গাজীপুরের টঙ্গীর কাজীপাড়ার ধরতৈল পশ্চিম পাড়া এলাকায় বসবাস করছিলেন।
২০১৭ সালের ২২ নভেম্বর নাজমুল হুদার মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর তিনিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়।
স্কোয়াড কমান্ডার নজরুল ইসলাম জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিলেন।
এছাড়াও তিনি যুদ্ধকালীন সময়ে জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন।
তিনি আরও বলেন, মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসামি নাজমুল হুদা বগুড়া শহরের খান্দার এলাকায় এক আত্মীয়ের বাসায় আত্মগোপন করে আছেন।
এ তথ্যের ভিত্তিতে র্যাব-১২ ও ২ এর যৌথ টিমের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার নাজমুলকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। আর আজ মঙ্গলবার আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হবে।
এএইচ
আরও পড়ুন