ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পালিয়ে ভারতে যাচ্ছিলেন হত্যা মামলার আসামি

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১০:০৩, ১৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মোঃ স্বপন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার দুপুরে স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। স্বপন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। 

এদিকে, তার বয়স ৩০ বছর হলেও পাসপোর্টে বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। 

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম জানান, স্বপন একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় বন্দরে ব্ল্যাকলিস্টেড ছিলেন। ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট চেক করা হয়। বিষয়টি নিশ্চিত হলে তাকে গ্রেফতার করা হয়। 

পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি