ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে হাজতির মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৫, ১৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের আলাল মিয়া (২০) নামের এক হাজতি মারা গেছেন। 

মঙ্গলবার রাতে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিনি মারা যান। হাজতি আলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরের মৃত রহিম মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার দিদারুল আলম বলেন, আলাল মিয়া মাদকাসক্ত ছিলেন। গত ৭ জানুয়ারি একটি নারী-শিশু নির্যাতন মামলায় তাকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। গত সোমবার সে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। 

পরবর্তীতে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তাকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

আলালের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি