ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিতালী এক্সপ্রেসের সঙ্গে রূপসা ট্রেনের সংঘর্ষ, আহত ২ মাস্টার

নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪২, ১৮ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নীলফামারীর ডোমারের চিলাহাটিতে মিতালী এক্সপ্রেসের লাইট ইঞ্জিন ও খুলনাগামী রূপসা এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রেনের লোকোমাস্টার দু’জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন রূপসা এক্সপ্রেস ট্রেনের লোকোমাস্টার নাজমুল হক ও মিতালী এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার মাজেদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি পয়েন্ট ছেড়ে কিছুটা সামনে এসেই মিতালী এক্সপ্রেস ট্রেনের লাইট ইঞ্জিনের সঙ্গে সংঘর্ষ হয়।

এ বিষয়ে স্থানীয় আপেল মাহমুদ জানান, এ ঘটনায় দুই ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরণের দুর্ঘটনা ঘটেনি। 

চিলাহাটি ফায়ার সার্ভিসের লিডার নুরে আলম সিদ্দিকি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট ও ডোমারের একটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে।

রেলওয়ে পুলিশ কর্মকর্তা নেসারুজ্জামান বলেন, মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এখনও চালু আছে। লোকোমাস্টার দুইজনই আহত হওয়ায় ইঞ্জিন বন্ধ করা যাচ্ছে না। ইঞ্জিন বন্ধ করতে চেষ্টা চালাচ্ছি আমরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি