ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

অটোরিক্সা-নসিমনের সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত, আহত ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১৮ জানুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ার রহিমপুরে সিএনজি অটোরিক্সার সঙ্গে নসিমনের সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

নিহত অন্তর হলদার (৩০) উল্লাপাড়া উপজেলার আদর্শ গ্রামের মৃত অনিল হলদারের ছেলে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সুমন জানান, বুধবার সকালে তাড়াশের মহিষলুটি বাজার থেকে সিএনজি চালিত অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন ৪ যাত্রী। তারা উল্লাপাড়া-বাঙ্গালা আঞ্চলিক সড়ক রহিমপুরে পৌঁছুলে অটোরিক্সাকে পেছন থেকে একটি নসিমন ধাক্কা দেয়। 

তখন চালকের পাশে বসা অন্তর হলদার রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান ও বাকিরা আহত হয়।

সঙ্গে সঙ্গে হতাহতদের উদ্ধার করেন স্থানীয়রা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি