ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মধ্যরাতে সন্তানের সামনে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৮, ১৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে পারিবারিক কলহের জের ধরে বিউটি বেগম (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফ কাজীর বিরু‌দ্ধে। ঘটনার পর থে‌কে ‌তি‌নি পলাতক র‌য়ে‌ছেন।

বুধবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ২টার দিকে সদর উপ‌জেলার বা‌নিব‌হের বার্থায় এ
হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা‌ গে‌ছে, ১২ বছর আগে বিউটির সাঙ্গে আব্দুল ল‌তিফ কাজীর পারিবা‌রিকভা‌বে বি‌য়ে হয়। তা‌দের ১১ বছর বয়সী এক‌টি মে‌য়ে ও ৪ বছর বয়সী এক‌টি ছে‌লে সন্তান র‌য়ে‌ছে। ক‌য়েকবছর ধ‌রে তা‌দের মধ্যে ঝগড়া-বিবাদ হ‌য়ে আস‌ছি‌লে। 

হঠাৎ বুধবার মধ‌্যরা‌তে সন্তানদের সাম‌নে এলোপাথাড়িভা‌বে কু‌পি‌য়ে বিউটিকে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায় ল‌তিফ কাজী। 

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ল‌তিফ কাজীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপা‌শি হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পু‌লিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি