ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫১, ১৯ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার ইরাদ আলী (৫২) নামে এক মাদকসেবীর বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষণকারী ইরাদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। বুধবার (১৮ জানুয়ারি) রাতে থানায় মামলা হলে গ্রেফতার করা হয় তাকে।

গ্রেফতারকৃত ইরাদ আলী বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে। নির্যাতনের শিকার শিশুটির মা বলেন, ইরাদ আলী এর আগে তার বড় মেয়েকেও উত্ত্যক্ত করত। তাছাড়া এলাকার অনেক নারীদের প্রতি কুদৃষ্টি দিয়ে আসছিলো সে।

মঙ্গলবার দুপুরে আমার ছোট মেয়েটি স্কুল থেকে বাড়ি আসার পথে মেয়েকে ১০ টাকা দিয়ে লোভ দেখিয়ে পাশের একটি আমবাগানে নিয়ে জোর পূর্বক পাশবিক নির্যাতন করে। মেয়েটির আত্মচিৎকারে আশে পাশের মানুষ টের পেয়ে ইরাদ আলীকে ধরার চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের বিষয়টি জানিয়ে বুধবার রাতে বেনাপোল পোর্ট থানায় আমি নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ২৩। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দীর জন্য ও ধর্ষণকারী ইরাদ আলীকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি