ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসী নিহত

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫০, ১৯ জানুয়ারি ২০২৩

নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে ইট বোঝাই ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী সৌদিপ্রবাসী রুবেল মোল্যা (৩৫) নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রুবেল কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে। প্রায় ১৫ দিন আগে সৌদিআরব থেকে ছুটিতে বাড়িতে আসেন তিনি।

এদিকে, রুবেলের শ্যালক মোটরসাইকেলের অপর আরোহী রাসেল মোল্যা (২০) গুরুতর আহত হয়েছেন। রাসেল খুলনার দিঘলিয়া উপজেলার কেটলা গ্রামের মাসুদ মোল্যার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রুবেল তার শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইটবোঝাই ট্রলিগাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলে রুবেল নিহত হন। আহত রাসেলকে প্রথমে কালিয়ায় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রলি চালক পলাতক রয়েছে।

নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, রুবেল মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি