ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভয়নগরের দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের অভয়নগরের তালতলায় দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আবু কাজেম ফাউন্ডেশনের সভাপতি, উদীচী অভয়নগর শাখার উপদেষ্টা ইঞ্জি: আরশাদ পারভেজ উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও অ্যাডভোকেসি নেট ওয়ার্ক কমিটির সা: সম্পাদক সুনীল কুমার দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উপকরণ বিতরণী অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোলামেলা কথা বলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষার প্রসার ঘটাতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মপরিকল্পনার প্রতিবেদন বিলি করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি