ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

অভয়নগরের দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ২০ জানুয়ারি ২০২৩

যশোরের অভয়নগরের তালতলায় দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আবু কাজেম ফাউন্ডেশনের সভাপতি, উদীচী অভয়নগর শাখার উপদেষ্টা ইঞ্জি: আরশাদ পারভেজ উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও অ্যাডভোকেসি নেট ওয়ার্ক কমিটির সা: সম্পাদক সুনীল কুমার দাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

উপকরণ বিতরণী অনুষ্ঠান শেষে অভিভাবক ও শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোলামেলা কথা বলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষার প্রসার ঘটাতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন। 

এ সময় তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কর্মপরিকল্পনার প্রতিবেদন বিলি করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি