ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

গ্যাস-বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৮, ২১ জানুয়ারি ২০২৩

গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সাম্যবাদী আন্দোলন নোয়াখালী জেলা শাখা।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

সকালে সংগঠনের নেতৃবৃন্দ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে জেলা শহর মাইজদীর টাউন হলে গিয়ে শেষ হয়। 

এর আগে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, সদস্য কাজী জহির উদ্দিন, ফখরুল ইসলামসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করলে নিত্যপণ্যের উপর প্রভাব পড়বে। এতে উচ্চবিত্ত ছাড়া সকল শ্রেণির মানুষ খুব কষ্টে দিন পার করতে হবে।” এ অবস্থায় গ্যাস ও বিদ্যুতের দাম কমানোসহ সকল নিত্যপণ্যের দাম যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তার জন্য সরকারকে ব্যবস্থা নেয়ার দাবী জানান তারা। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি