ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী উৎসব

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১০, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী উৎসব ২০২৩।

শনিবার নগরীর কুমিল্লা ক্লাবে বেলুন উড়িয়ে পুনর্মিলনী উৎসব উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম. বাহাউদ্দিন বাহার।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সফিউল আহমেদ বাবুলের সভাপতিত্বে কুমিল্লা জেলা প্রশাসক শামীম আলম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জামাল নাছের, বীর মুক্তিযোদ্ধা বাহার রেজা বীর প্রতীক, সিটি মেয়র আরফানুল হক রিফাত, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন এবং কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুকসহ জেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

পুনর্মিলনী উৎসবে মুক্তিযুদ্ধকালীন ২নং সেক্টরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। এসময় ৫শ’ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি