ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গলে শীত উপভোগ করতে বাইকার সম্মেলন

মৌলভীবাজার  প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৫, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

‘নিরাপদে রাইড করি, বাংলাদেশ ভ্রমণ করি’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সারাদেশের বাইকারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্পিং ফ্যাস্ট সিজন টু’।

শ্রীমঙ্গলের শীত উদযাপন করতে শ্রীমঙ্গল বিষামনী এলাকার মাঠে তাঁবু বসিয়ে নানা আয়োজনে সরিক হন দেশের কয়েকশ’ বাইকার।

সিলেট বাইকিং কমিউনিটির আয়োজনে বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বাইকারদের নিরাপত্তার বিষয় ও সচেতনতা নিয়ে বিশেষ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির আহবায়ক মো. সোলাইমান পাটোয়ারী বলেন, শ্রীমঙ্গলের শীতকে উদযাপন করতেই মূলত একটা আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধাপে ধাপে এক্সপার্ট বাইকাররা সবাইকে সচেতনতামূলক পরামর্শ দেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি