ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৩, ২২ জানুয়ারি ২০২৩

মাদারীপুরের ডাসারে ধান ক্ষেতে পাম্প দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জসিম কাজী (৩৫) নামে এক শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। 

শনিবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামে ইরি ব্লোকের জমিতে বসে এ ঘটনা ঘটে।

নিহত জসিম তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ পাম্প থেকে একটি লাইটের সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

নিহত জসিম উপজেলার কাজী কাজীবাকাই ইউনিয়নের উত্তর ভাউতলী গ্রামের ৬নং ওয়ার্ডের সালাম কাজীর ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ধান ক্ষেতে পাম্প থেকে পানি ঠিকমতো জমিতে পড়ছে কিনা তা একাই দেখতে যান। এ সময় জসিম কাজী নিজেই পাম্প থেকে লাইট সংযোগের কাজ শুরু করেন। অসাবধানতাবসত মেইন সুইচ বন্ধ না করে সংযোগ দিতে যান তিনি। 

এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, পাম্প থেকে লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিম মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জসিমের মৃত্যুর খবরটি পেয়েছি। বিষয়টি দুঃখজনক।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি