ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

অনলাইন জুয়ার আসরে পুলিশের হানা, আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪০, ২৩ জানুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করেছে পুলিশ।  এসময় তাদের কাছ থেকে ৪টি দামি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়। 

রোববার দিনগত রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণ পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ার মহিদুল ইসলামের ছেলে আহমেদ ইমন (২৫), একই এলাকার আশরাফ হোসেনের ছেলে আকিব হোসেন (২৪) ও কালিমুদ্দিন বিশ্বাসের ছেলে সম্রাট আলী ওরফে কামরান (২৬)।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, অনলাইন জুয়ার আসর বসানো হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেফাউল হাসানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাত ১১টার দিকে দৌলতদিয়াড় দক্ষিণ পাড়ায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

এসময় তাদের নিকট থেকে ৪ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২ হাজার ১২ টাকা জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি