ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডের আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ২৩ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৮:৫৮, ২৩ জানুয়ারি ২০২৩

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রোববার রাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রোববার রাত দশটা এক মিনিটে এই ফাঁসি কার্যকর করা হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেন।

ফাঁসির আসামি শুক্কুর আলী কুষ্টিয়ার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে। 

শুকুরের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় ধর্ষণ ও হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিল। ওই মামলায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুষ্টিয়া কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। পরে ২০১৮ সালের ১৬ আগস্ট তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আনা হয়। 

গত ১৯ ডিসেম্বর সুপ্রীম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখায় আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি ওই আসামির প্রাণ ভিক্ষার আবেদন না-মঞ্জুর করেন। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে জেল কোড অনুসারে রোববার রাতে ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। 

মৃত্যুদণ্ড কার্যকর করার সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজয়ান আহামেদ, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি