ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ফেরত অভিজিৎ কোভিড পজিটিভ শনাক্ত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৬, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত ফেরত অভিজিৎ সিকদার (১৩) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রাপিড এন্টিজেন পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তবে এটি নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭ নয়।

রোববার (২২ জানুয়ারি) বিকাল ৫টায় করোনা আক্রান্ত অভিজিৎকে বেনাপোল ইমিগ্রেশন থেকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত অভিজিৎ সিকদার বাগেরহাট জেলার শ্রীরামপুরের বাসিন্দা জয়দেব সিকদারের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আক্রান্ত অভিজিৎ সিকদার গত ১৫ দিন আগে (৬ জানুয়ারি) বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতের কলকাতায় গিয়েছিল টুরিস্ট ভিসায়। আজ রোববার বিকালে পেট্রাপোল ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে বেনাপোল ইমিগ্রেশনে আসলে তার শারীরিক অবস্থা সন্দেহভাজন লাগলে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা করা হয় এবং করোনা সংক্রমণ ধরা পড়ে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, রোববার বিকালে অভিজিৎ সিকদার নামে একজন পাসপোর্ট যাত্রীর করোনা পজেটিভ শনাক্ত হয়। পরে তাকে যশোর আইসোলেশনে নেওয়া হয়েছে। করোনা সংক্রমণ রোধে সতর্কতার সঙ্গে কাজ করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। 

তবে নতুন ভ্যারিয়েন্ট বিএফ-৭’র প্রকোপ দেখা দেওয়ায় ইমিগ্রেশনে বাড়তি সতর্কতার জন্য এ পর্যন্ত ২ জন পাসপোর্টযাত্রীর শরীরে কোভিড পজেটিভ পাওয়া গেছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি