ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৬, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর সাইমন (৫) এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। 

আজ সোমবার সকালে উপজেলার জিনোদপুর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। 

সাইমন উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামের ইলেকট্রিশিয়ান ফেরদৌস মিয়ার ছেলে। তারা পাশের ইউনিয়নের জিনোদপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমন রোববার থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন অনেক খুঁজেও তার সন্ধান পায়নি। অবশেষে সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরের পানিতে শিশুটির  মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।  

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটি নিখোঁজ ছিল বলে জানতে পেরেছি। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি