ঢাকা, রবিবার   ০৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ২০:০২, ২৩ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে আমির হামজা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা আটিপাড়া এলাকার মাওলা মাতুব্বরের ছেলে। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশু আমির হামজা পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরবর্তীতে তাকে কোথাও না পেয়ে স্বজনরা খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির হামজাকে মৃত ঘোষণা করে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি