ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীতে জাটকা ও বাগদা রেনু জব্দ, আটক ৩

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৪১, ২৪ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২২:০৭, ২৪ জানুয়ারি ২০২৩

পটুয়াখালীতে কোষ্টগার্ডের পৃথক অভিযানে ৫০ মন জাটকা ইলিশ ও দেড় লাখ পিস বাগদা চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করা হয়। 

নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে সমুদ্রে টহল চলাকালে সন্দেহ হওয়ায় ধাওয়া দিয়ে সোনাতলা নদী থেকে ট্রলারটি আটক করা হয়। ট্রলার থেকে ৫০ মন জাটকা উদ্ধার করা হয়। এ সময় মাছ ও ট্রলার জব্দ করলেও চালক ও তার সহকারীরা পালিয়ে যায়। পর এসব জাটকা বিভিন্ন এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। 

জেলা মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক শাহনাজ পারভিন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সেতুর টোলপ্লাজায় অভিযান চালিয়ে একটি মিনিট্রাক থেকে বাগদা চিংড়ির রেনু জব্দ করে কোষ্টগার্ড পটুয়াখালীর সদস্যরা। 

পরে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক তিনজনকে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত  বাগদা চিংড়ির রেনু কলাপাড়া উপ‌জেলার সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়ে‌ছে।

আটক ব্যক্তিরা জানায়, ব‌্যবসায়ীরা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোলার চরফ্যাশন থেকে ট্রলার যোগে বাগদা রেনু এনে পটুয়াখালী থেকে ট্রাকযোগে বাগেরহাট নি‌য়ে যা‌চ্ছিল।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি