ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কমেছে শীতের তীব্রতা, স্বস্তি ফিরেছে জনজীবনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৩, ২৫ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:১৮, ২৫ জানুয়ারি ২০২৩

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা বাড়ায় কমেছে শীতের তীব্রতা। স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে এখনও তীব্র শীত অনুভূত হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও দিনাজপুরের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিসের তথ্য মতে, দেশের কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেই। তবে ব্যতিক্রম মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও দিনাজপুরের তেঁতুলিয়া। সেখানে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 

শ্রীমঙ্গলে তাপামাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি।  

শীতের তীব্রতা কমলেও হিমেল বাতাস এখনও কাঁপন ধরাচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের হাড়ে। 

সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের কোন সম্ভাবনা না থাকলেও আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের নদী অববাহিকাসহ দেশজুড়ে পড়তে পারে মাঝারি থেকে ঘনকুয়াশা। 

এছাড়া আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি