ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেই অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ নেয়নি আয়োজক কমিটি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪৭, ২৬ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে অসুস্থ হয়ে পড়েন ৭ শিক্ষার্থী। চিকিৎসা নিয়ে ৫ জন বাড়ি ফিরলেও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে লামিয়া আর শ্রাবনী।

অভিযোগ রয়েছে, দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও কোন খোঁজ কিংবা হাসপাতালে দেখতে আসেনি আয়োজক কমিটির কেউ। বিষয়টি নিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন শ্রাবনী আক্তার (১৫), আমেনা আক্তার (১৪), আয়েশা আক্তার (১৩), জেসমিন আক্তার (১২), লামিয়া আক্তার (১৩), সামিয়া আক্তার (১৩) ও স্মৃতি (১৪)। তারা সবাই লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিদ্যালয়টির শিক্ষকরা বলেন, স্টেডিয়াম মাঠে ১৫শ’ মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষনিক সকলকে সদর হাসপাতালে এনে চিকিৎসা দেয়া হয়। ইতোমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকি দুইজন সুস্থ না হওয়া পর্যন্ত আমরা চিকিৎসা চালিয়ে যাবো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, এখনও পর্যন্ত প্রতিযোগিতার আয়োজক কমিটির কেউই হাসপাতালে আসেননি।

লামিয়া ও শ্রাবনির অভিভাবকরা জানান, অতিরিক্ত দৌড়ানোর ফলে অসুস্থ হয়ে পড়েছে তারা। এখনো হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতরাচ্ছে। এত বেশি অসুস্থতার পরেও বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা ছাড়া খেলা আয়োজক কমিটির কেউ তাদের দেখতে হাসপাতালে আসেনি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, অতিরিক্ত দৌড় প্রতিযোগিতার কারণে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকিদেরও সুস্থতায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান হোসেন বলেন, ১৫ শ’ মিটার দৌড় প্রতিযোগিতায় একজন অসুস্থ হয়ে পড়েছিল। এখন সে সুস্থ রয়েছে। কোন সমস্যা নেই।

জানতে চাইলে লক্ষ্মীপুর-২ রায়পুর সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, “আমি খেলা উদ্বোধন করে রায়পুরে আরেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করি। বিষয়টি আমার জানা নেই। ইউএনও’র সঙ্গে কথা বলে বিস্তারিত জানতে হবে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি