ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বাবুগঞ্জে দুই নারীর মরদেহ উদ্ধার, চলছে গুঞ্জন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩২, ২৬ জানুয়ারি ২০২৩

বরিশালের বাবুগঞ্জের মধ্যরাতে নাতিন বউ ও দাদী শাশুড়ির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। অপর এক নারীকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামের খন্দকার বাড়ি থেকে ওই ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

স্বজনরা বলছেন, চুরি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষাক্তদ্রব্য মিশ্রণ করে এদের কিছু খাওয়ানো হয়েছে।  

তবে পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, বিষয়টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য চুরির মতো একটি ঘটনার রূপ দেয়ার চেষ্টা চলছে।

যদিও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা হয়নি। 

নিহতরা হলেন লালমুন নেছা (৯০) ও রিপা আক্তার (২৩)। এছাড়া গুরুতর অসুস্থ মিনার বেগম (৫৫)কে স্থানীয় বাহেরচর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, একই ঘরে ৩ নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। আনুমানিক রাত ১১টায় সেখানে গিয়ে ৩ নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতারে প্রেরণ করা হয়। 

সেখানে দু’জনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে বিষয়টি মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যা। রিপোর্ট পেলে আসল ঘটনা বেড়িয়ে আসবে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি