ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

চট্টগ্রামে চলছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ২৬ জানুয়ারি ২০২৩

চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুর বে-ভিউর দ্য এক্সচেঞ্জ রেস্টুরেন্টে চলছে ইন্ডিয়ান ফুড ফেস্টিভ্যাল। 

গতকাল বুধবার রাতে সপ্তাহব্যাপী ফেস্টিভ্যালের উদ্বোধন করেন চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারি হাইকমিশনার ডা. রাজীব রজন।

অনুষ্ঠানে ছিলেন রেডিসন ব্লুর সিইও ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ মোহাম্মদ আলী। উপমহাদেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের যে মেলবন্ধন তা ধরে রাখার পাশাপাশি চট্টগ্রামবাসীকে ইন্ডিয়ান খাবারের নতুন স্বাদ দিতে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

ফেস্টিভ্যাল চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত,  যা শেষ হবে ৩১ জানুয়ারি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি