ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ২ দিন ব্যাপী বাংলা উৎসব

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০২, ২৭ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

শুদ্ধ বাংলা ভাষার যথাযথ চর্চার লক্ষে রাজবাড়ীতে দুদিন ব্যাপী বাংলা উৎসব শুরু হয়েছে। শুক্রবার সকালে এ উৎসবের উদ্বোধন করেন কথা সাহিত্যক ও সাংবাদিক আনিসুল হক। 

এর আগে রাজবাড়ী একাডেমির আয়োজনে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে একই জায়গায় এসে শেষ হয়।

দুইদিন ব্যাপী উৎসবে বাংলা ভাষার সঠিক ব্যবহার, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ বানান, চিত্রাঙ্কন, গণিত ও দেয়াল পত্রিকাসহ মোট ৫০ টি প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী ১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ প্রমূখ।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি