বেনাপোলে ৭ কেজি গাঁজাসহ ২ যুবক গ্রেফতার
প্রকাশিত : ২০:০৩, ২৭ জানুয়ারি ২০২৩
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ আহসান সরদার (২২) ও জাহাঙ্গীর আলম (২৪) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আহসান সরদার বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের শহিদুল সরদারের ছেলে ও জাহাঙ্গীর আলম একই থানার রায়পুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
যশোর ডিবির ওসি রুপম কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিতাই চন্দ্র দাসসহ ডিবি পুলিশের একটি দল বেনাপোলের রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। জব্দকৃত গাঁজা ও গ্রেফতারকৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন