ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কাভার্ডভ্যানের চাপায় সাবেক সেনাসদস্যসহ নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১২, ২৮ জানুয়ারি ২০২৩

বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি নামক স্থানে বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সাবেক সেনা সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিহতরা হলেন উপজেলার পুর্ব রাজাপুর গ্রামের আলী হায়দার হোসেন মহারাজ (৫০) এবং আংগারিয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনোয়ার তালুকদার শাহিন (৫৫)। 
   
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই মোটরসাইকেলকে চাপা দেয়া বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও চালাক পালাতক রয়েছেন বলে জানান ওসি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বসুন্ধারা গ্রুপের গ্যাসের সিলিন্ডারবাহী কাভার্ডভ্যান (খুলনা মেট্রো উ-১১-০১৪৫) পিরোজপুর থেকে ছেড়ে এসে ঝালকাঠির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি দুই আরোহী নিয়ে পিরোজপুর যাওয়ার পথে মোটরসাইকেল ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আলী হায়দার মহারাজ ও আনোয়ার তালুকদার শাহিন নিহত হন। 

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
  
দুর্ঘটনার পর রাত সাড়ে ১০টা থেকে প্রায় ঘন্টাব্যাপী মহাসড়কের রাজাপুর-বেকুটিয়া স্থান থেকে বিক্ষুব্ধ এলাকাবাসী যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে দুর্ঘটনাস্থলের দুই পাশের সড়কে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। 

পরে থানা পুলিশের সহায়তায় পুনরায় যানবাহন চলাচল স্বভাবিক হয়ে বলে জানা যায়।
   
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানিয়েছে, শনিবার সকালে নিহতদের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি