লোহাগাড়ায় আ.লীগ নেতা আমিনুল ইসলামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত : ২০:২০, ২৮ জানুয়ারি ২০২৩ | আপডেট: ২০:২৬, ২৮ জানুয়ারি ২০২৩
মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনের পক্ষে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের তিন শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পদুয়া তেওয়ারী হাটের এন.কে শপিং সেন্টারের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আকতার কামাল পারভেজের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ মিয়া ফারুক।
উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবচার আহমদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক কন্ট্রাক্টর ও নুরুল আবছার।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য আবছার উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাকারিয়া বাবুল, যুবলীগ নেতা নাজিম উদ্দিন, কাজী রায়হান, হাজ্বী রহমত, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা জয়নাল, মোস্তাফিজুর রহমান, বদরুদ্দোজাসহ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ।
কেআই//
আরও পড়ুন