ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

বিষপ্রয়োগে ৩ লাখ টাকার মাছ নিধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৩, ২৯ জানুয়ারি ২০২৩

লক্ষ্মীপুরে প্রতিহিংসার বশবর্তী হয়ে নুরুজ্জামান নামে এক ব্যক্তির জলাশয়ে বিষপ্রয়োগ করে প্রায় ৩ লাখ টাকার মাছ মেরে ফেলছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে ভুক্তভোগী নুরুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে সদর উপজেলার টুমচর ইউনিয়নের (৭নং ওয়ার্ড) দক্ষিণ কালিরচর গ্রামে জলাশয় ভর্তি মরা মাছ ভেসে উঠতে দেখেন নুরুজ্জামান।

নুরুজ্জামান দক্ষিণ কালিরচর গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। 

ক্ষতিগ্রস্ত নুরুজ্জামান জানান, কৃষিকাজের পাশাপাশি ৩টি জলাশয়ে মাছ চাষ করেন তিনি। বর্তমানে ২টি জলাশয়ের মাছ এনে একটিতে রাখা হয়েছে। রাতের আঁধারে প্রতিহিংসায় বিষপ্রয়োগ করে তার জলাশয়ের মাছগুলো মেরে ফেলছে। এতে তার প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার মাছ বিনষ্ট হয়েছে। প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এবিষয়ে কেউ পুলিশকে জানায়নি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি