ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল বন্ধ, মাঝনদীতে আটকে ৩ ফেরি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৫, ৩০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ০৯:৫৫, ৩০ জানুয়ারি ২০২৩

ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা ধরে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ রয়েছে। এসময় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে তিনটি ফেরি।

রোববার রাত ১১টা থেকে কুয়াশার কারণে নদীতে মার্কিং বাতির আলো দেখা বন্ধ হয়ে গেলে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

দীর্ঘ সময় ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে পারের অপেক্ষায় আছে বেশকিছু ট্রাক। তবে জরুরি প্রয়োজনে যাদের ঢাকা যাওয়া প্রয়োজন তাদের পদ্মা সেতু ব্যবহারের পরামর্শ দিচ্ছেন ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারি ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, কুয়াশা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রোববার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালেও নদীতে প্রচুর কুয়াশা। কুয়াশার কারণে ১০ হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। তাই কখন ফেরি চলাচল স্বাভাবিক হবে বলতে পারছি না।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি