ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

এসির যন্ত্রাংশের ভেতরে নিয়ে যাচ্ছিলেন বিপুল পরিমাণ বিদেশি মদ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৮, ৩০ জানুয়ারি ২০২৩

কুমিল্লায় বিশেষ প্রক্রিয়ায় মাদক পরিবহনের সময় জেলার সদর দক্ষিণ মডেল থানার টমছম ব্রীজ এলাকা থেকে ১১৩৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

সোমবার (৩০ জানুয়ারি) র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সোমবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন টমছম ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিশেষ প্রক্রিয়ায় এসির পুরাতন যন্ত্রাংশের ভেতরে করে পরিবহনের সময় ১১৩৬ বোতল বিদেশি মদসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত মাদক কারবারি কুমিল্লা জেলার মুরাদনগর থানার সিংহারিয়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ সবুজ মিয়া । 

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি