ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস নোয়াখালীতে পালিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৭, ৩০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাত্মা গান্ধীর ৭৫তম মহাপ্রয়ান দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে জয়াগ ইউনিয়নের গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গনে গান্ধীর মহাপ্রয়ান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সাংসদ মো. ইব্রাহিম, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, ভারতীয় হাইকমিশনারের স্ত্রী মানু ভার্মা, হাইকমিশনারের ফার্স্ট সেক্রেটারি আনিমেশ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইবাব গোনদেনসহ স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা।

বক্তারা মহাত্মা গান্ধীর জীবনী, তার কার্যক্রম ও গুণাবলি নিয়ে আলোচনা করেন। 

পরে গান্ধী মেমোরিয়াল ইনস্টিটিউট প্রাঙ্গনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি