ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১০ হাজার টাকায় বিক্রি এক হালি ডিম!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৩০ জানুয়ারি ২০২৩

এক হালি ডিম

এক হালি ডিম

Ekushey Television Ltd.

বিদেশে নয়, খোদ বাংলাদেশেই এক হালি ডিম বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়। কবরস্থানের উন্নয়নে দান করা এক হালি ডিম নিলামে ওঠানো হলে স্থানীয় এক ব্যক্তি ওই দামে ডিম চারটি কিনে নেন।

জানা গেছে, শনিবার (২৮ জানুয়ারি) রাতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রাম কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ মাঠের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। 

স্থানীয় ঈদগাহ মাঠের সভাপতি মোনতাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ বক্তা ছিলেন হেমায়েতপুর জয়নাবাড়ী মসজিদের খতিব মুফতি আশেকে এলাহী।

তিনি কবরস্থানের উন্নয়নের জন্য মাহফিলে আগত লোকজনের কাছে সাধ্যমত সহায়তার আহ্বান জানান। এ সময় অনেকে নগদ অর্থ অনুদান দেন, আবার অনেকে অনুদানের ঘোষণা দেন। এক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী কবরস্থানের উন্নয়নে এক হালি ডিম দান করেন।

পরে বক্তা মুফতি আশেকে এলাহী মাহফিলেই ওই এক হালি ডিম নিলামে তোলেন। সেই ডিম কিনতে আগ্রহীরা দাম হাঁকাতে শুরু করেন। ২০০ টাকা দিয়ে নিলাম শুরু হয়ে এক পর্যায়ে চারটি ডিমের দাম হাজারে গিয়ে পৌঁছে। হঠাৎ হাসান বেপারী নামে এক ব্যক্তি ডিমগুলোর দাম ১০ হাজার টাকা হাঁকান। এর পরে আর কেউ দাম না বলায় মুফতি আশেকে এলাহী হাসান বেপারীর হাতেই ডিমগুলো তুলে দেন। হাসান বেপারীও সেখানেই ডিমের নিলামমূল্য নগদ ১০ হাজার টাকা কবরস্থান কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

এ বিষয়ে ডিমের ক্রেতা হাসান বেপারী বলেন, এখানে ডিম কেনা মুখ্য উদ্দেশ্য নয়, বরং কবরস্থানের উন্নয়নে শরিক হওয়াটাই ছিল আসল। তিনি তার মরহুম মা-বাবার রূহের মাগফেরাতের জন্য এই দামে ডিম কিনেছেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি