নওগাঁর সাবেক এমপি সামসুল আলম মারা গেছেন
প্রকাশিত : ১৭:০১, ৩০ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৭:০৬, ৩০ জানুয়ারি ২০২৩
সামসুল আলম প্রামাণিক
নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে তিনবারের নির্বাচিত বিএনপির সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামাণিক (৭০) মারা গেছেন। সোমবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেলে কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে প্রথম ও দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
তিনি নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি বাজারের মৃত ছবের আলী প্রামাণিকের ছেলে। তিনি চিরকুমার ছিলেন। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে ওই দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পদে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস, হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন। রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুমের ছোট ভাই আনিছার আলম জানান, ১৯৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। এর পর বিএনপির দলীয় ধানের শীষ প্রতিক নিয়ে ১৯৯৬ সালে দুইবার ও ২০০১ সালে একবার সংসদ সদস্য নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল, মান্দা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুর বারী টিপু, সাবেক সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকেসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন