ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে শীতকালীন পিঠা উৎসব

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ৩০ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

দোহার পৌরসভার উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরসভা মাঠে দিনব্যাপি এই উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে ২৫টি স্টলে শীতকালীন বিভিন্ন রকমারি পিঠা পুলির প্রদর্শনী ও বিক্রি করা হয়।

দোহার পৌরসভার মেয়র আলমাস উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন। পিঠা উৎসবের আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।

হৃদয় হরন, চালতা পাতা, মুকসালা, দুধপুলি, গোলাপ, মালপোয়া, চিতই, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, ভাপা পাকনসহ নানা নামের বাহারী সব পিঠার সমাহার ছিল পিঠা উৎসবে। একসঙ্গে এত ধরনের পিঠার সঙ্গে পরিচিত হতে পেরে খুশি দোহার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন প্রান্তে থেকে আসা দর্শনার্থীরাও। লোভনীয় নানা রকমের পিঠার স্বাদ নিতে ভুল করেননি অনুষ্ঠানের অতিথিসহ দর্শনার্থীরা।

এছাড়া উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, দোহার থানা ওসি তদন্ত আজহারুল ইসলাম, কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুম মিয়া, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য সুরুজ আলম সুরুজ, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, বাবু মিয়া-বেগম রোকেয়া ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান রোমান মিয়া, দোহার উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মাঝি, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পৌরসভার সচিব নাসরিন জাহান সহ দোহার পৌরসভার কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ব্যবসায়িবৃন্দ ও উপজেলা আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি