ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

মেট্রোরেল যুগে প্রবেশ করছে চট্টগ্রাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ৩১ জানুয়ারি ২০২৩

ঢাকার পর এবার বন্দরনগরী চট্টগ্রামও মেট্রোরেল যুগে প্রবেশ করতে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার উন্নয়ন সহযোগী সংস্থা কোইকার সহযোগিতায় এই প্রকল্পের কাজ সম্পাদন করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রমের (ফিজিবিলিটি পরীক্ষা) উদ্বোধন করেন।

জানা যায়, প্রকল্পটিতে সম্ভাব্য খরচ দেখা হয়েছে ৫২ হাজার কোটি টাকা। এরমধ্যে ৪২ হাজার কোটি টাকা বহন করবে কোরিয়ান প্রতিষ্ঠান কোইকা। বাকি খরচ বাংলাদেশ সরকার বহন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ উপস্থিত ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি