ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দুই শিশু হত্যায় চাচীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪২, ৩১ জানুয়ারি ২০২৩ | আপডেট: ১৫:৪৭, ৩১ জানুয়ারি ২০২৩

কুমিল্লার মুরাদনগরে দুই শিশু হত্যা মামলায় আসামি ইয়াসমিন আক্তারকে মৃত্যুদণ্ড এবং অপর আসামি মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২১ এপ্রিল দুপুরে পারিবারিক বিরোধের জের ধরে কুমিল্লার মুরাদনগরের লাজুর এলাকায় শিশুকে হত্যা করে বাবুল মিয়ার স্ত্রী ইয়াসমিন আক্তার (২০) ও সেলিম মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৩৫)।

নিহত শিশু ইয়াছিন আরাফাত (৮) প্রধান আসামি ইয়াসমিনের ভাসুর মোঃ বিল্লাল হোসেনের ছেলে ও অপর শিশু মোঃ জসিম (৭) তার চাচা শ্বশুর শাহ আলমের ছেলে। এ ঘটনায় নিহত আরাফাতের পিতা মোঃ বিল্লাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি নুরুল ইসলাম জানান, ২০১৪ সালের সেপ্টেম্বরে তদন্ত কর্মকর্তা আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ২২ জন সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এই রায় প্রদান করেন।  
 
মামলার স্বাক্ষীসহ সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সত্যতা নিশ্চিত হয়ে আদালত ইয়াসমিনকে মৃত্যুদণ্ড এবং মাজেদা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি