ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:২৫, ৩১ জানুয়ারি ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার নাতি ও মেয়ে। নিহত ওই গৃহবধূর নাম কাজল বেগম। তিনি শ্রীমঙ্গল শহরতলীর উত্তর উত্তরশুর এলাকার সুরত আলীর স্ত্রী।

শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল শহরতলীর ভৈরবতলী এলাকায় মটরসাইকেল আরোহিকে বাঁচাতে গিয়ে একটি ট্রাক বা দিকে সাইড নেয়। এ সময় রাস্তার পাশে দাড়ানো কাজল বেগম (৪০) ঘটনাস্থলেরই মারা যান। আহত অবস্থায় মৌলভীবাজার সদর ও সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে তাঁর মেয়ে পপি বেগম ও নাতি লিমন মিয়াকে প্রেরণ করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি